আফগানিস্তানে তালেবান হামলায় ৪০ নিরাপত্তাকর্মী নিহত
আফগানিস্তানের একটি সিকিউরিটি চেকপয়েন্টে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ জন নিহত হয়েছেন।
সোমবার দেশটির উত্তর টাখার প্রদেশে তাজিকিস্তান সীমান্তে এ ঘটনা ঘটে।
দেশটির সরকারি কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
পুলিশ সদর দফতরের মুকপাত্র খলিল আছির বলেন, আক্রমণ প্রতিহত করা হয়েছিল এবং এতে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, এর আগে একই রকম মারাত্মক হামলা চালানো হয়েছিল বাল্ক, জাওজ্জান ও উরুজগান প্রদেশে। এতে ২৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়।
আফগান সরকার এবং তালেবান বিদ্রোহীদের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ার কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত দেশটির সরকার ৩০০ জনের অধিক তালেবান বন্দিদের মুক্তি দিয়েছে এবং তালেবানরা ৪০ জনকে ছেড়েছে।