শ্রীলঙ্কায় নির্বাচন ২০ জুন, এড়ানো গেলো সম্ভাব্য সঙ্কট

0

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন সোমবার পার্লামেন্ট নির্বাচনের জন্য ২০ জুন তারিখ নির্ধারণ করেছে। করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হতে পারলে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হবে বলে আশঙ্কার মধ্যে এই তফসিল ঘোষণা করা হলো।

শ্রীলঙ্কার তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যতম রত্মাজিবন হুলি বলেন, কমিশনের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে তিনি বলেন, পরিস্থিতির অবনতি হলে কমিশন নির্বাচন পিছিয়ে দেয়ার ক্ষমতা রাখে।

শ্রীলঙ্কায় সোমবার ৩৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনে আক্রান্তের সংখ্যা এটিই সর্বোচ্চ। দেশটিতে অন্তত ৩০৪ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে। 

অর্থনীতি আবার চালু করার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়া দেশটিতে সোমবার কারফিউ তুলে নেয়া হয়েছে।

শ্রীলঙ্কায় এবার করোনাভাইরাসের কারণে সাংবিধানিক সঙ্কট দেখা দেয়ার শঙ্কার সৃষ্টি হয়েছে। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলে সঙ্কটের সৃষ্টি হয়েছিল।

গত মাসে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা নির্ধারিত সময়ের ছয় মাস আগেই পার্লামেন্ট ভেঙে দেন। নতুন নির্বাচনে তার দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করছেন তিনি।

রাজাপাকসা ২৫ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্বাচন কমিশন অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিয়েছিল।

সংবিধানের বিধান অনুযায়ী, ২ জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com