বাড়ল ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা: ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানবে

0

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি বলেছেন, ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে ৭০০ কিলোমিটার করা হয়েছে। অন্য কোনও দেশের সহায়তা ছাড়াই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ান হয়েছে বলে জানান তিনি।

তিনি আর বলেন, অতীতে কোনও এক সময়ে ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫ কিলোমিটারের বেশি ছিল না। মার্কিন সামরিক উপদেষ্টাদের সহায়তা তখন এটাও অর্জন করা হয়েছিল বলেও এক সাক্ষাৎকারে তিনি জানান।

ইরান ভূমি থেকে ভূমিতে এবং সাব-সারফেস মিসাইল হিসেবে পরিচিত ডুবোজাহাজ থেকে ছোঁড়ার উপযোগী ৭০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ইরানের সামরিক বিশেষজ্ঞরা পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com