ইরাকে দায়েশের (আইএস) নয়া প্রধান আবু ইব্রাহিম আল-কুরাইশি

0

ইরাকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস’র নয়া প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-কুরাইশি নামক এক জঙ্গির নাম ঘোষণা করা হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আল-মা’লুমা এ খবর জানিয়েছে।

 সূত্রটি বলেছে, গোয়েন্দা সূত্রগুলো এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে, কুরাইশি ইরাকের ভেতরেই রয়েছে এবং মুষ্টিমেয় কয়েকজন দায়েশ কমান্ডার ছাড়া তার চেহারা ও বেশভুষা সম্পর্কে কারো কিছু জানা নেই।

এদিকে ইরাকের সেনা গোয়েন্দা অধিদপ্তর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আল-আনবার প্রদেশে দায়েশ জঙ্গিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও যোগাযোগের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

লে . জেনারেল কাসেম সোলাইমানি

এছাড়া, আরেক খবরে ইরাকি সূত্রগুলো জানিয়েছে, দেশটির সালাউদ্দিন প্রদেশে দায়েশের আস্তানায় ইরাকি বিমান বাহিনীর বোমাবর্ষণে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে গেছে। বিশেষ করে গত ৩ জানুয়ারি বাগদাদে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে . জেনারেল কাসেম সোলাইমানিসহ দু’দেশের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডাররা শহীদ হওয়ার পর সন্ত্রাসীদের স্পর্ধা বেড়ে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com