যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করছেন ট্রাম্প

0

করোনাভাইরাসের থাবায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার। দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৪২ হাজারের বেশি।

দেশটিতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলছে লকডাউন। এমন পরিস্থিতে যুক্তরাষ্ট্রের মানুষের আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়ে বেকারও হয়েছেন অনেকে। আর তাই নাগরিকদের কাজের সুযোগ করে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, অদৃশ্য শত্রুর আক্রমণের কারণে আমাদের মহান আমেরিকার নাগরিকদের কাজ বাঁচানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমি অভিবাসন সাময়িকভাবে স্থগিত করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর দিতে যাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com