রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মহাখালী ও গুলশানের করাইল বস্তিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। রোববার এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় স্থানীয় বিএনপির মো. শাহীন আলম, খায়রুল ইসলাম, মো ফজলুল হক, রুহুল আমিন, মো. সামসু, গিয়াসউদ্দিন, শহীদুল ইসলাম, স্বপন, খোকন মিয়া, আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন কৃষিবিদ সানোয়ার আলম।
উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের নির্দেশনায় ও নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের মনিটরিংয়ে কৃষিবিদদের তত্ত্বাবধানে ঢাকার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস ও ডেংগু প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।