করোনা: চীনকে দোষারোপ করায় আমেরিকার সমালোচনায় রাশিয়া

0

করোনা নিয়ে বিশ্ব রাজনীতি দিনকে দিন উত্তপ্ত হয়ে উঠছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে ফোন করে শি জিনপিংয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিতে গিয়ে আকারে-ইঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।

নভেল করোনাভাইরাসের কথা দেরিতে জানানোয় ট্রাম্প চীনের সমালোচনা করছেন বেশ কয়েক দিন ধরে। কভিড-১৯ রোগের জন্য দায়ী ভাইরাসকে কয়েকবার তিনি ‘চীনা ভাইরাস’ও বলেছেন। এমনকি দেশটির বিরুদ্ধে তদন্তেরও ঘোষণা দিয়েছেন।

এসব ঘটনার পর পুতিন চীনে ফোন করে ভাইরাস প্রতিরোধে দেশটির ‘সর্বাত্মক প্রচেষ্টার’ প্রশংসা করেছেন বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।

দুই নেতা ফোনালাপে সরাসরি হোয়াইট হাউসের কথা উল্লেখ না করে ‘কয়েকটি দেশের পাল্টা বিরূপ প্রতিক্রিয়ার’ সমালোচনা করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি আরেকটু পরিষ্কার করেছে, ‘চীনের সমালোচনার জন্য পুতিন কিছু মানুষকে দায়ী করেছেন।’

পুতিন বলেন, ‘চীন এবং রাশিয়ার জনগণ তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধ এবং তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কিছু সফলতা অর্জন করেছে। একই সঙ্গে দুই দেশ পৃথিবীর অন্যান্য দেশকে নানা রকম সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com