নাইজেরিয়ায় করোনায় মৃত ১৩, কারফিউতে গুলিতে নিহত ১৮

0

নভেল করোনাভাইরাস রোধে ঘোষিত কারফিউ অমান্য করায় অন্তত ১৮ জনকে গুলি করে মেরেছে নাইজেরিয়ার পুলিশ। দেশটিতে করোনায় মারা যাওয়ার সংখ্যা এর চেয়েও কম।

আলজাজিরা জানায়, বুধবার নাইজেরিয়ার মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, কারফিউ ভাঙার কারণে পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও প্রকাশ পায়, রাজধানী আবুজাসহ দেশটির ৩৬টি প্রদেশের ২৪টিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১০৫টি অভিযোগ পেয়েছেন তারা।

এসব অভিযোগে ৮টিই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। যাতে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১৮ জন ব্যক্তি মারা গেছে।

কমিশন আরও জানায়, এসব হত্যাকাণ্ড করোনায় মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

এখন পর্যন্ত নাইজেরিয়ায় ৪০০ এরও অধিক করোনায় আক্রান্ত হয়েছেন; এর মধ্যে মারা গেছেন ১৩ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com