লকডাউনের সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য

0

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ মার্চ থেকে লকডাউন নির্দেশনা জারি হয়েছিল যুক্তরাজ্যে। এ নির্দেশনায় এখনো বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগম, ব্যবসা-বাণিজ্য, হোটেল-রেস্তারাঁ ইত্যাদি

তবে এ করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনের সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
তিনি জানান, ‘দেশের পরিস্থিতি বিবেচনা করে এখনই লকডাউন শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের সংক্রমণের হার এখনও অতটা নিচে নামেনি যতটা দরকার।’

যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন অন্তত ৮৬১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com