জনসনের বাগদত্তার সুস্থতা কামনা করলেন মেলানিয়া
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাগদত্তা অন্তঃসত্ত্বা ক্যারি সিমন্ডসকে ফোন করে তাদের সুস্থতা কামনা করেছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এমন খবর জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বেশ কয়েক দিন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকার পর সুস্থ হয়ে উঠছেন বরিস জনসন।
আর গত ৪ এপ্রিল সিমন্ডস বলেন, শরীরে কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিয়েছে, কিন্তু তিনি সুস্থ হয়ে উঠছেন। বিবৃতিতে বলা হয়, সিমন্ডস ও বরিস জনসনের শুভকামনা করেছেন মেলানিয়া ট্রাম্প।
তারা যাতে দ্রুত ও পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, যুক্তরাষ্ট্র সেই প্রার্থনাই করছে।
মেলানিয়া বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যের পাশেই রয়েছে যুক্তরাষ্ট্র। দুদেশই এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারবে বলে প্রত্যাশা করেন মেলানিয়া ও সিমন্ডস।
বরিস জনসনের বাগদত্তা ছাড়াও স্পেনের রানি লেটিজিয়া, জাপানের আকি আবে, কানাডার সোফি ট্রুডো ও ফ্রান্সের ব্রিজিট ম্যাক্রনের সঙ্গে কথাও বলেছেন মেলানিয়া।