অসহায় সামিউলের পাশে তামিম
জানুয়ারিতে সামিউলসহ ২৬৫ জন খেলোয়াড় ও কোচকে ছাঁটাই করে বিজেএমসি কর্তৃপক্ষ। এরপর থেকে করুণ অবস্থা তরুণ অ্যাথলেটের। মিডিয়ার কাছ থেকে জেনে নিজেই সামিউলের সঙ্গে যোগাযোগ করেন তামিম। তার সঙ্গে কথা বলে আগামী তিন মাসের যাবতীয় খরচ পাঠিয়ে দেন ওয়ানডে অধিনায়ক। তামিমের এই মহানুভবতায় আপ্লুত সামিউল, ‘তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। তিনি আমার ও আমার পরিবারের খোঁজখবর নেন। মাসে আমাদের পরিবারের খরচ কেমন, সেটা জেনে বিকাশে তিন মাসের খরচ পাঠিয়ে দেন। এটা আমার পরিবারের অনেক বড় পাওয়া। আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।’ চার ভাই-বোন ও বাবা এবং মায়ে সংসারে বড় ছেলে সামিউল। বাবার মুদির দোকান। লকডাউনে বন্ধ। তাই আয় রোজগারও বন্ধ।