দ. কোরিয়া নির্বাচন: করোনা মহামারিতে ভূমিধস জয় ক্ষমতাসীনদের
নভেল করোনাভাইরাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করল দক্ষিণ কোরিয়া। বুধবার সম্পন্ন হওয়া নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি (ডিপি)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এ খবর দিয়েছে বিবিসি।
৩৩০ আসনের পার্লামেন্টের ১৮০টি জিতে নিয়েছে বর্তমান প্রেসিডেন্ট মুন জা-ইন’র দল ডিপি নেতৃত্বাধীন জোট। প্রধান বিরোধী দল ইউনাইটেড ফিউচার পার্টি পেয়েছে ১০৩ আসন।
এবারের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ৬৬.২ শতাংশ, যা গত ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ।
বুধবার ভোর থেকে প্রায় ১৪ হাজার কেন্দ্রে কড়া নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার মধ্য ভোট দেন ভোটাররা।
দেশটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৪৪ মিলিয়ন। গত সপ্তাহান্তে ২৭ শতাংশের কাছাকাছি ভোটার প্রাথমিক নির্বাচনে অংশ নেয়।
নির্বাচনে অন্তত দুই হাজার ৮০০ করোনা আক্রান্ত রোগী ভোট দেন। মেইলের মাধ্যমে এবং ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ভোট দেন আক্রান্তরা।
এদিকে দক্ষিণ কোরিয়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬১৩; এর মধ্যে মারা গেছেন ২২৯ জন।
তবে চীনের সন্নিকটে হওয়া সত্ত্বেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখিয়েছে দেশটি। কার্যকরী পদক্ষেপ গ্রহণের কারণে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।