‘ইরানের সেনাবাহিনী বিশ্বের প্রস্তুততম সেনাবাহিনীগুলোর অন্যতম’
সামরিক সরঞ্জাম, সেনা সংখ্যা ও প্রশিক্ষণের দিক দিয়ে ইরানের সেনাবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রস্তুত সেনাবাহিনীগুলোর অন্যতম বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
তিনি ইরানের আসন্ন সেনাবাহিনী দিবস উপলক্ষে বুধবার তেহরানে এক বক্তব্যে একথা জানা্ন। আগামীকাল ১৭ এপ্রিল ইরানে সেনাবাহিনী দিবস পালিত হবে।
জেনারেল হাতামি বলেন, গত ৪১ বছর ধরে ইরানের সেনাবাহিনীকে ধীরে ধীরে প্রস্তুত করা হয়েছে এবং এ বাহিনী বিভিন্ন ক্ষেত্রে নিজের যোগ্যতা ও সক্ষমতার পরিচয় দিয়েছে।
ইরানের সেনাবাহিনী শত্রুর যেকোনো হুমকি তাৎক্ষণিকভাবে চিহ্নিত করার সক্ষমতা অর্জন করেছে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, যেকোনো হুমকির দাঁতভাঙা জবাব দিয়ে তেহরান প্রস্তুত রয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেও বর্তমানে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে। এ কারণে সেনাবাহিনী দিবস উপলক্ষে ইরানে চলতি বছরের সামরিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।