হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে রকেট হামলা

0

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি গাড়ি লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন থেকে রকেট হামলা চালানো হয়েছে। লেবানন সীমান্তের ওপারে সিরিয়ার অভ্যন্তরে ওই হামলা চালানো হয় তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটে নি।

লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে জেদিয়াত ইয়াবুস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি লেবাননের বেকা উপত্যকার কাছাকাছি অবস্থিত। খবরে বলা হয়েছে, রকেট হামলায় হিজবুল্লাহর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কমান্ডার আলী মুহাম্মদ ইউনূস

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রের সাহায্যে গাড়িটি ধ্বংসের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়। এরপরে গাড়িটি থামিয়ে ভেতরের যাত্রীরা জীবন বাঁচাতে সক্ষম হন। এর অল্প কিছু সময়ের মধ্যে ইসরাইলি ড্রোন থেকে ওই গাড়িতে রকেট হামলা হয়।

চলতি মাসের প্রথমদিকে হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কমান্ডার আলী মুহাম্মদ ইউনূসকে হত্যা করা হয়। হামলার ধরণ দেখে মনে করা হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com