যেভাবে করোনাকে পরাস্ত করছে অস্ট্রিয়া
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শান্তির শহর বলেই পরিচিত। সেখানে করোনা হানা দিয়েও পিছু হটেছে। করোনাকে পরাস্ত করে স্বাভাবিক হতে শুরু করেছে শহরটি। একই চিত্র পুরো দেশে। দেশের ১ শতাংশ মানুষও সেখানে করোনায় আক্রান্ত হয়নি। গতকাল দেশটির লকডাউন তুলে নেওয়ার কথা ছিল। ইউরোপের প্রথম দেশ হিসেবে তারা লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল। সেখানকার মানুষ ফিরছে স্বাভাবিক জীবনে। খুলে দেওয়া হয়েছে দোকানপাট। অফিসগুলোও খুলছে ধীরে ধীরে। রাস্তায় বাড়ছে পরিবহন। দেশটির সরকার বলছে, ধীরে ধীরে পুরো দেশ আগের মতোই সচল হবে। মে মাসের মাঝামাঝিতে হোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে। জুনের শুরুর দিকে সামাজিক দূরত্ব মেনে চলার বাঁধা- ধরা নিয়ম তুলে নেওয়া হবে। তখন বিয়ে, উৎসব, কনসার্ট, খেলাধুলার মতো জমায়েতে ফিরতে পারবেন তারা। তবে সে পর্যন্ত মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলায় সবাইকে বাধ্য করা হবে। কোন জাদুতে তারা করোনাকে হারিয়ে দিল তা নিয়ে কৌতূহলের শেষ নেই। ২৬ ফেব্রুয়ারি দুই করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে দেশটি। তাদের প্রতিবেশী ইতালি তখন মৃত্যুপুরী। করোনা সব ল ভ করে দিচ্ছে সেখানে। ট্রেনে চেপে বসলেই সীমান্ত পাড়ি দিয়ে সহজেই আসা যায় অস্ট্রিয়ায়। সবাই ভেবেছিল ইতালি, ফ্রান্স, জার্মানির মতো অস্ট্রিয়াও বুঝি কেঁপে উঠবে করোনায়। কিন্তু এক মাস পার হওয়ার পর অস্ট্রিয়া বিশ্ববাসীকে দেখিয়ে দিল কীভাবে তারা করোনাকে হারাতে হয়। মার্চের ২৬ তারিখে এক দিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়ে গেল সেখানে। তারপর প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করল। ১২ এপ্রিল নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে দাঁড়াল ১৩৯ জন।