যুক্তরাজ্যে করোনায় বাড়তে পারে ২০ মিলিয়ন বেকারত্ব
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে লকডাউনে রয়েছে যুক্তরাজ্য। এ অবস্থায় দেশটির অর্থনীতি ৩৫ শতাংশ হ্রাস পেতে পারে। একই সঙ্গে বেকারত্বের সংখ্যা ২০ মিলিয়ন বেড়ে যেতে পারে বলে জানিয়েছে অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি (ওবিআর)। তিন মাসের লকডাউনের ওপর ভিত্তি করে করোনা মহামারীর সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটি অনুমান প্রকাশ করেছে সংস্থাটি। এটি এপ্রিল-জুন সময়কালে তীব্র হওয়ার পর জিডিপি খুব দ্রুত ফিরে আসবে। তবে চাকরির বাজার পুনরুদ্ধারে আরও বেশি সময় লাগবে। বেকারত্বের হার ১০ শতাংশ পর্যন্ত নেমে আসবে, যা গত শতাব্দীর নব্বইয়ের দশকের গোড়ার দিকেও দেখা যায়নি। বর্তমানে এ হার দাঁড়িয়েছে ৩.৯%। ওবিআরের প্রতিবেদনে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে সরকারের ঘাটতি ২১৮ বিলিয়ন থেকে ২৭৩ বিলিয়ন পাউন্ডে এসে দাঁড়িয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ।