বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ট্রাম্পকাণ্ড

0

বিশ্বজুড়ে দুর্যোগময় বর্তমান পরিস্থিতিতে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আরও সহায়তা করা প্রয়োজন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের জন্য বরাদ্দকৃত মার্কিন তহবিল স্থগিতের উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। সূত্র : রয়টার্স, বিবিসি। এদিন আবারও করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ডব্লিউএইচও তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।’ চীনে ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনার পাশাপাশি তারা ‘সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে’ বলেও অভিযোগ করেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, সংস্থাটি চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে। এদিকে তহবিল স্থগিতে ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য এটি সঠিক সময় নয়।’ উল্লেখ্য, এককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সবচেয়ে বড় অঙ্কের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। গত বছর এই তহবিলে দেশটি ৪০ কোটি ডলার দিয়েছে। এটি ছিল সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫ শতাংশ। ডব্লিউএইচওর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে সংস্থাটিতে চীনের অবদান ছিল ৭ দশমিক ৬ কোটি ডলার এবং স্বপ্রণোদিত অনুদান ছিল এক কোটি ডলার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com