আমেরিকার দুর্বলতা ও ভঙ্গুর অবস্থা প্রমাণিত হয়েছে: জেনারেল সাফাভি
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহীম সাফাভি বলেছেন, যেকোনো বিপদের মোকাবিলায় আমেরিকা অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাত্রা দেখে বিষয়টি সহজেই অনুমান করা সম্ভব।
আমেরিকা এখন তার প্রতিদ্বন্দ্বীদের সামনে নিজের পুরনো অহংকার ও আত্মাভিমান ধরে রাখার জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করবে বলেও তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা ও আঞ্চলিক রাজনীতিতে করোনা সংকটের প্রভাব সম্পর্কে মঙ্গলবার তেহরানে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন জেনারেল সাফাভি।
তিনি বলেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এতদিন সারাবিশ্বের সামনে নিজেদেরকে উন্নত বিশ্বের মডেল হিসেবে পরিচয় দিত।কিন্তু করোনা সংকট পাশ্চাত্য সম্পর্কে ঠিক তার উল্টো চিত্র তুলে ধরেছে।
বিশ্ব অর্থনীতির ওপর করোনা সংকটের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জেনারেল সাফাভি বলেন, আমেরিকার ওপর করোনার ধ্বংসাত্মক প্রভাব স্প্যানিশ ফ্লু পরবর্তী ১৯২০ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার কথা স্মরণ করিয়ে দেয়।ওই মন্দা ১০ বছর স্থায়ী হয়েছিল এবং সারাবিশ্বের জিডিপি গড়ে ১৫ শতাংশ হ্রাস পেয়েছিল।