ইরানের ১৬ প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে: মন্ত্রী

0

ইরানের ১৬ প্রদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে বলে খবর দিয়েছেন দেশের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি। তিনি মঙ্গলবার রাজধানী তেহরানে মন্ত্রণালয়ের এক বৈঠকে এ তথ্য জানিয়ে বলেন, ইরানের ২৫ প্রদেশে বিগত একদিনে শূন্য থেকে ১০ জন এবং বাকি ২৫ প্রদেশে ১০ থেকে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত এক মাসের মধ্যে মঙ্গলবার প্রথম ইরানে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ জনের নীচে নেমেছে বলে জানান উপ-স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, সারাদেশেই কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে।

ইরানে এ পর্যন্ত ৭৪ হাজার ৮৭৭ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ৪৮ হাজার ১২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া, এক মাসেরও বেশি সময় পর একদিনে মৃতের সংখ্যা দুই অংকের ঘরে নেমে এসেছে।সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইরানে এ রোগে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা চার হাজার ৬৮৩ জনে পৌঁছেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com