যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবাদানকারী (এনএইচএস) স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা করোনা পরীক্ষা করিয়েছেন তাদের মধ্যে এক-তৃতীয়াংশ আক্রান্ত। সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে সিএনএন এ খবর জানায়।
সোমবার প্রকাশিত ওই তথ্যে দেখা যায়, করোনার লক্ষণ থাকা প্রত্যক্ষ সেবাদানকারী স্বাস্থ্যকর্মী ও তাদের সংস্পর্শে থাকা পরিবারের লোকজনকে পরীক্ষা করা হয়েছে। এমন ব্যক্তিদের সংখ্যা ১৬ হাজার। এর মধ্যে ৫৭৩৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। শতকরা হিসাব করলে দাঁড়ায় ৩৪ শতাংশ।প্রতিবেদনে বলা হয়, যেসব স্বাস্থ্যকর্মীদের করোনা লক্ষণ দেখা যায়নি এবং যারা এমন ব্যক্তিদের সঙ্গে থাকেন না; তাদের দেশটির নিয়মানুযায়ী করোনা পরীক্ষা করা প্রয়োজন নেই। তাদের এ পরিসংখ্যানে প্রতিনিধিত্বকারী হিসেবে ধরা হয়নি।
বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে (এনএইচএস) স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার করানোর জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।
এর আগে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, চূড়ান্ত উদ্দেশ্য হল যাদের লক্ষণ রয়েছে তাদের পরীক্ষা করা।