বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়াল

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ২০ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৫ হাজারের মতো আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত করোনা নিয়ে পরিসংখ্যান এসব তথ্য জানা যায়।

আক্রান্ত ও মৃতের সংখ্যা এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন ২৩ হাজার ৬৪৯ জন মানুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮২ হাজার ৬৩৪ জনে।

ইতালিতে মারা গেছে ২০ হাজার ৪৬৫ জন। আক্রান্ত প্রায় এক লাখ ৬০ হাজার। এরপর স্পেনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ হাজার। ফ্রান্সে মারা গেছে প্রায় ১৫ হাজার মানুষ। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১১ হাজারেরও বেশি। সব মিলিয়ে পুরো ইউরোপে মৃতের সংখ্যা  ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে সোয়াইন ফ্লুর চেয়ে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোয়াইন ফ্লু বা এইচওয়ান এন ওয়ান সংক্রমণে ১৮ হাজার ৫০০ লোকের মৃত্যু হয়। ২০০৯ সালের মার্চে এই ফ্লু প্রথম মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। তবে ল্যানসেট মেডিকেলের হিসেবে সোয়াইন ফ্লুতে এক লাখ ৫১ হাজার ৭০০ থেকে ৫ লাখ ৭৫ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত ডিসেম্বরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ডব্লিউএইচও পরে যার নাম দেয় কভিড-১৯। দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৩৪৫ মানুষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com