করোনার মধ্যে এবার ক্রুজ মিসাইল পরীক্ষা চালাল উ.কোরিয়া

0

করোনা পরিস্থিতিতে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার নির্বাচনের একদিন এই পরীক্ষা চালাল দেশটি।

আলজাজিরা জানায়, মঙ্গলবার ভূমি ও বিমান থেকে নিক্ষেপ করে একাধিক ক্ষেপণাস্ত্র চালায় কিম জং উনের দেশ। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো শক্তিশালী ক্রুজ মিসাইল।

২০১৭ সালের জুনের পর থেকে এটিই প্রথম ক্রুজ মিসাইল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এর মধ্যে অনেকগুলো ব্যালিস্টিক মিসাইলসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।

গত ২১ মার্চও করোনা সংক্রমণের মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। এ ছাড়া মার্চের শুরুতেও বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছিল তারা।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। অন্তত ১৮৫ দেশ করোনা আক্রান্ত। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় কোনো করোনা রোগীর খবর পাওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com