করোনা: মানুষকে ঘরে রাখতে রাস্তায় নামানো হল ভূত!

0

করোনাভাইরাস সংক্রমণ রোধে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে সামাজিক দূরত্বকে। এই জন্য দেশে দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে, মানুষ যাতে ঘরে থাকে।

এরপরেও লকডাউন অমান্য করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মানুষ। বিধিনিষেধ না মানায় গুলি করেও মারা হয়েছে ফিলিপাইন ও নাইজেরিয়ায়।

তবে মানুষকে ঘরে রাখতে ইন্দোনেশিয়ার এক গ্রামে অভিনব ব্যবস্থা নেয়া হয়েছে। দেশটির জাভা দ্বীপের ওই গ্রামে রাস্তায় বের হলেও মানুষকে তাড়া করছে ভূত।

জানা যায়, কেপু গ্রামে একদল স্বেচ্ছাসেবী মানুষ এমন উদ্যোগ নিয়েছে। তারাই ভূত সেজে গ্রাম জুড়ে টহল দিয়ে বেড়ান।

ওই অঞ্চলের রূপকথা অনুযায়ী, মৃত মানুষের আত্মা ভূত হয়ে ঘুরে বেড়ায়। সেই কাজটিই করছে স্বেচ্ছাসেবী ওই দল।

এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় আক্রান্ত পাওয়া গেছে ৪ হাজার ৫৫৭ জন এবং ৪০০ জনের মতো করোনাভাইরাসে মারা গেছেন। তবে বিশেষজ্ঞরা বলছে দেশটিতে আসল সংখ্যা আরো অনেক বেশি হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com