বিসিজি টিকা করোনার সংক্রমণ থেকে বাঁচায়- এমন প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিসিজি টিকা দেয়া থাকলে করোনাভাইরাসের সংক্রমণ হয় না- এমন একটি বক্তব্য বাংলাদেশে বেশ প্রচার পেয়েছিলো। ছোটোবেলায় আমাদের প্রায় সবারই এই টিকা দেয়া আছে ভেবে অনেকেই নিজেদের নিরাপদ ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভিন্ন তথ্য জানিয়েছে।
১২ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিসিজি (Bacille Calmette-Guérin vaccine -BCG) টিকা দেয়া থাকলে কিংবা বিসিজি টিকা করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচিয়ে দেয়- এই বক্তব্যের স্বপক্ষে তারা কোনো প্রমাণ পায়নি।তবে এটি সত্যিকার অর্থেই কাজ করে কী না তা দেখতে দুটি ক্লিনিক্যাল টেস্ট চলমান আছে। সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিসিজি টিকা বা ভ্যাকসিনকে করোনার প্রতিষেধক হিসেবে সুপারিশ করবে না।