দিনে দিনে খারাপের দিকে রাশিয়া, ভয়ংকর হচ্ছে করোনা

0

রাশিয়ায় দিনে দিনে ভয়ংকর হচ্ছে করোনা। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই গত দিনের রেকর্ড ভাঙছে। দিন গেলেই মৃতের সংখ্যা দ্বিগুণ। শনিবার মৃত্যু হয়েছিল ১২ জনের। রোববার তা বেড়ে হয়েছে ২৪ জন।

এদিনই রেকর্ড আক্রান্ত হয়েছে রাশিয়ায়। একদিনেই দুই হাজার ১৮৬ জন। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মস্কোর হাসপাতালগুলো। হাসপাতালের সামনে দেখা মিলছে লম্বা অ্যাম্বুলেন্সের সারি।

চিকিৎসা ব্যবস্থায় এ নাজেহাল পরিস্থিতিতে রাজধানী মস্কোয় বৃহত্তম হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে মস্কোর পরিস্থিতি এখনও চূড়ান্ত অবস্থায় যায়নি বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবায়ানিন।

রয়টার্স জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে মস্কো ও এর আশপাশের কয়েকটি অঞ্চল। রাশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রেমলিন জানায়, রাজধানী মস্কোর হাসপাতালগুলো রোগী সামাল দিতে দিশেহারা হয়ে পড়েছেন।

রয়টার্স বলছে, রোববার হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল ডজনখানেক অ্যাম্বুলেন্স। ঘণ্টার পর ঘণ্টা সেগুলো অপেক্ষায় ছিল রোগীদের বাড়ি পৌঁছে দেয়ার জন্য। এমন চিত্র মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ দুই জায়গায়ই।

এক অ্যাম্বুলেন্সের চালক বলেন, করোনা আক্রান্ত সন্দেহে আসা এক রোগীকে নিয়ে এসে হাসপাতালের বাইরে প্রায় ১৫ ঘণ্টা ধরে অপেক্ষা করছি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, সবচেয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে মস্কো। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজধানীর হাসপাতালগুলোতে মানুষের প্রচুর চাপ বেড়েছে।

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানায়, সন্দেহভাজনদের পরীক্ষা এবং ভর্তির বিষয়টি যত দ্রুত সম্ভব সম্পাদনের সব ধরনের চেষ্টা করছে হাসপাতালগুলো।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলছেন, মস্কোর পরিস্থিতি এখনও চূড়ান্ত অবস্থায় যায়নি। আগামী সপ্তাহ থেকে লকডাউন ব্যবস্থা আরও জোরদার করতে ডিজিটাল ব্যবস্থার সাহায্য নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মেয়র আরও বলেন, বাসিন্দাদের গণপরিবহনে বা ট্যাক্সি বা নিজস্ব গাড়িতে করে ভ্রমণ করতে নির্দেশনা দেয়া হতে পারে।

প্রথমদিকে রাশিয়ার পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো থাকলেও মার্চের শেষ সপ্তাহ থেকে দিন দিন বাড়তে শুরু করেছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত দুই হাজার ১৮৬ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭০ জন।

রোববার রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, শনিবার দেশটিতে মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জন।

করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় রাজধানী মস্কোয় বৃহত্তম হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। করোনা সংকট মোকাবেলায় দেশটিতে তৈরি নতুন ১৮টি হাসপাতালের মধ্যেই এটাই সবচেয়ে বড়।

এটা বাদে বাকি সবগুলোই তৈরি করছে দেশটির সেনাবাহিনী। হাসপাতালটি দ্রুততম সময়ে চালু করতে দিনরাত কাজ করছেন অন্তত ১০ হাজার শ্রমিক। এতে ব্যয় করা হচ্ছে ৯২ মিলিয়ন পাউন্ড। মস্কোর সুবিশাল এ হাসপাতালের প্রায় অর্ধেক বেডই হবে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)।

শহরের বর্তমান কম্মুনার্কা হাসপাতালটি ব্যবহৃত হবে শুধু ভিআইপি রোগীদের জন্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com