করোনায় মারা গেলেন ইসরায়েলি ধর্মযাজক
ইসরায়েলের সাবেক প্রধান ধর্মযাজক রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।নেতানিয়াহু বলেন, ‘মর্মান্তিকভাবে রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি।’
বেশ কিছু দিন যাবৎ শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রাব্বি ইলিয়াহু। গত সপ্তাহে নিয়মিত চেকআপের উদ্দেশ্যে তাকে জেরুজালেমের শ্যারে যাদেক মেডিকেল সেন্টারে ভর্তি করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে আইসোলেশনে রাখা হয়।
চলমান বৈশ্বিক করোনা মহামারীতে এটিই রাষ্ট্রটির শীর্ষ কোনও ব্যক্তির মৃত্যু।
রাব্বি ইলিয়াহু ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির সেফারডিমের শীর্ষ যাজক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এ পর্যন্ত ইসরায়েলে ১১ হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট