জার্মানিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮২১, মৃত্যু ২৬৭৩
ইউরোপের দেশগুলোতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ইউরোপে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। এছাড়া জার্মানি এবং ফ্রান্সেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৪৪০ জন। অপরদিকে মারা গেছে ১ লাখ ৮ হাজার ৮৩৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৪ হাজার ৩৯৩ জন।
এদিকে জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২১ জন। রোববার দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৯।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট প্রাণহানি ঘটেছে ২ হাজার ৬৭৩ জনের।
এখন পর্যন্ত দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪শ জন। তবে ৪ হাজার ৮৯৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
তবে শনিবারের চেয়ে রোববারের হিসাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে দেখা গেছে।
শনিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মারা গেছে ১৭১ জন এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৩৩ জন।অপরদিকে, শুক্রবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৩২৩। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা গেছে ১০২ জন। তার আগের দিন মৃত্যু হয়েছে ৩৩৩ জনের।