ভেনিজুয়েলায় জাতীয় কোয়ারেন্টানেইনের সময়সীমা বাড়ল আরও ১ মাস

0

ভেনিজুয়েলা কভিড-১৯ করোনাভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তবে এখনই জয়ের হাসি হাসতে চান না দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি জাতীয় কোয়ারেন্টানেইনের সময়সীমা আরও ১ মাস বাড়িয়েছেন।

ভেনেজুয়েলায় আজ রবিবার পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ জন।রাষ্ট্র পরিচালিত ভিটিভিতে এক ফোন কলে মাদুরো বলেছেন, যদিও আমরা ভাইরাসটির ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি তারপরও আমরা বিজয়ী হয়ে গেছি তা বলতে চাই না।

ভেনিজুয়েলায় বর্তমানে চলা রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ শেষ হচ্ছে ১৩ এপ্রিল। বিশ্ব ব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্রথমবারের মতো ১৩ মার্চ রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করেন। এরপরই তিনি জাতীয় পর্যায়ে কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছিলেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com