যুক্তরাষ্ট্রে কারাগারেও ছড়িয়েছে করোনা, আক্রান্ত ৪৭৮

0

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে একযোগে তাণ্ডব চালাচ্ছে মারণ এই ভাইরাস। এর বিষাক্ত ছোবলে ইতোমধ্যে বিশ্বব্যাপী ১৭ লাখ ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮ শতাধিক মানুষের। মরাণ এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে কারাগারেও।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের শিকাগোর কুক কাউন্টি জেলে ৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭৪ জন কারাগারের দায়িত্বরত ও ৩০৪ জন বন্দী। স্থানীয় সময় শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিকাগোর অন্তর্বর্তীকালীন পুলিশ সুপার। তিনি আরো জানান, কারাগারটিতে হাজারখানেক কর্মীর করোনার উপসর্গ দেখা দিয়েছে।এক প্রতিবেদনে রবিবার এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। এদিকে, করোনাভাইরাস আক্রান্ত বন্দীদের মধ্যে ২০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে দুই কারাবন্দীর মৃত্যু হয়। এরপরই পরীক্ষা করা শুরু হলে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা দেওয়া হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com