করোনার চরম প্রভাব, ব্রিটেনে প্রতিদিন অনাহারে থাকছে ১৫ লাখ মানুষ

0

বিশ্বব্যাপী বিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর প্রভাবে কার্যত গোটা বিশ্বে লকডাউন অবস্থা বিরাজ করছে। ফলে দ্রুতগতিতে খাদ্য সংকট বাড়ছে বিভিন্ন দেশে।

এর প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম উন্নত দেশ ব্রিটেনেও। খাদ্য শেষ হয়ে গেছে বহু পরিবারের। অনাহারে থাকছে লাখ লাখ মানুষ।

পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে দাতব্য ও স্থানীয় সরকার-প্রশাসন। ‘ফুড ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের তথ্য মতে, গত তিন মাসের লকডাউনকালে প্রায় ১৫ লাখ নাগরিক প্রতিদিন না খেয়ে থাকছে।

মজুদ খাদ্য শেষ হয়ে গেছে। খাদ্য কেনার মতো টাকাও নেই তাদের হাতে। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই সহায়তা পাচ্ছে না তারা। খবর দ্য গার্ডিয়ানের।

করোনা প্রতিরোধে তিন মাস ধরে তালাবন্দি ব্রিটেন। কার্যত ঘরবন্দি দেশটির কয়েক লাখ পরিবার। এর মধ্যে ইতিমধ্যে চাকরি হারিয়েছে ১০ লক্ষাধিক মানুষ। অন্যান্য আয়ের উপায়ও বন্ধ হয়ে গেছে।

চাকরিহারাদের এক তৃতীয়াংশই সরকারি বা বেসরকারি কোনো সহায়তাই পাননি। খাদ্য কেনার টাকাও না থাকায় অনাহারে কাটাতে হচ্ছে তাদের।

গত মাসের শেষ দিকে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। আরও অন্তত ছয় মাস এই অবস্থা চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com