গুতেরেসের সঙ্গে টেলিফোনালাপে যা বললেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শনিবার সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের ওপর আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা নিয়ে আলাপ করার জন্য মূলত এ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় ইয়েমেনের নিরীহ মানুষের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের পাশবিক হামলা বন্ধ করার ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ইরানে যখন করোনাভাইরাসের ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে তখন তেহরানের ওপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরে জাওয়াদ জারিফ।
এ নিয়ে গত এক মাসে দ্বিতীয়বার গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, তিনি গত ১২ মার্চ জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহাররে ব্যবস্থা নেয়ার জন্য এই বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছিলেন।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরও আমেরিকা ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিতে অটল রয়েছে। এই নীতির আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে ওয়াশিংটন ঘোষণা করেছে।