সিরিয়ার তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশে বিশাল সামরিক বহর পাঠিয়েছে আমেরিকা

0

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশে বিশাল একটি সামরিক বহর পাঠিয়েছে আমেরিকা। ৩৫টি গাড়ির এ বহরে বহুসংখ্যক সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি রয়েছে।

সিরিয়ার তেল এবং গ্যাস সম্পদ হাতিয়ে নেয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছে আমেরিকা ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ। তারই অংশ হিসেবে হাসাকা প্রদেশে মার্কিন সেনা পাঠানো হলো।

স্থানীয় কয়েকটি সূত্র সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, মার্কিন বহরে রয়েছে ৩৫টি গাড়ি এবং এসব গাড়ি ইরাক থেকে সিরিয়ার ভেতরে প্রবেশ করে হাসাকা প্রদেশের শাদ্দাদি এলাকায় গেছে। ওই এলাকায় আগে থেকে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে।

গত বছরের অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সমস্ত সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। সেসময় তিনি জানিয়েছিলেন, সিরিয়ার তেল সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি সিরিয়ায় সেনা মোতায়েন রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com