ভয়াবহ বিপর্যয়ে আমেরিকা, মৃতের সংখ্যায় ছাড়িয়ে গেল ইতালিকেও

0

করোনাভাইরাসে মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় এখন পর্যন্ত ২০ হাজার ৫৭৭ জন। আর আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রথম দেশ হিসেবে একদিনে ২ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যায় শীর্ষে উঠে যায়।শনিবার পর্যন্ত ইতালিতে মারা গেছেন ১৯ হাজার ৪৬৮ জন। সেখানে আমেরিকায় ২০ হাজার ৫৭৭ জন।

আমেরিকা, ইতালির মতো মৃতের সংখ্যায় পাল্লা দিচ্ছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

ফ্রান্সেও প্রায় একই অবস্থা। ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে সেখানে।

গত ডিসেম্বরে যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। সেখানে মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন। আক্রান্ত হয়েছিল ৮২ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন।

যুক্তরাজ্যে মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন। সেখানে মোট আক্রান্ত ৭৮ হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪ জন।

ইরানে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩৫৭ জন। আক্রান্ত ৭০ হাজার ২৯ জন। সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৪৭ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com