ইরানে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বেড়েছে: মন্ত্রণালয়

0

ইরানে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বেড়েছে এবং এ পর্যন্ত ৩৫ হাজার ৪৬৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানিয়েছেন।

তিনি ইরানের করোনা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে আরো বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ৯৭২ ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ইরানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ১৯২ জনে পৌঁছেছে। এদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কিয়ানুশ জাহানপুর

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরানে আরো ১২২ ব্যক্তির মৃত্যুর ফলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২৩২ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখে পৌঁছেছে এবং এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। গতকাল শুক্রবার দেশটিতে মোট দুই হাজার ৩৭ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com