যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনার ছোবল
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথমবারের মতো করোনাভাইরাসের রোগী ধরা পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাজরামাউত প্রদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এলাকাটি সৌদি প্রভাবিত গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে, দরিদ্র দেশটিতে দ্রুতগতিতে ভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করবে।গত পাঁচ ধরে দেশটি সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের শিকার। সৌদি আগ্রাসনের কারণে স্বাস্থ্য ব্যবস্থাপনা অনেকটা ভেঙে পড়েছে।
ইয়েমেনের করোনা মোকাবেলায় সুপ্রিম ন্যাশনাল ইমার্জেন্সি কমিটি শুক্রবার টুইটার পোস্টে বলেছে, তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশে এই করোনা সংক্রমণের বিষয়টি সনাক্ত করা হয়েছে।
কমিটি জানিয়েছে, করানো আক্রান্ত রোগীকে বন্দরনগরী আশ-শিহ্র থেকে সনাক্ত করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং স্বাভাবিক অবস্থায় আছেন।
স্থানীয় গভর্নর ফারাক আল-বুশনি তার ফেসবুক পেইজে বলেছেন, ওই এলাকা আংশিক কারফিউয়ের অধীনে থাকবে এবং বন্দরের সবাইকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে নেয়া হবে।