ফুলের মালা দিয়ে বীরের মর্যাদায় গ্রহণ চিকিৎসাকর্মীদের

0

যেন বীরের বেশেই ঘরে ফেরা। করোনার ভয়াল থাবায় প্রথম আক্রান্ত হয় চীনের উহান প্রদেশ। সেখানে আক্রান্তদের সেবা দিতে আনহুই প্রদেশ থেকে গিয়েছিল শত শত চিকিৎসাকর্মী। সেই উহান এখন অনেকটা ‘করোনামুক্ত’।

খুলে গেছে সেখানকার লকডাউন। ফলে আনহুইয়ের বজহুই শহরে ফিরেছেন সেই চিকিৎসাকর্মীরা। তাদের ফুলের মালা দিয়ে বীরের মর্যাদায় গ্রহণ করতে সৌজন্যের কমতি ছিল না শহরের মানুষজনের  -এএফপি 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.