করোনা সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে তুরস্ক ও পাকিস্তান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনা সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে তুরস্ক- পাকিস্তান।

এতে বলা হয়েছে, তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগানের সাথে টেলিফোনে আলাপকালে করোনা মহামারি মোকাবিলার জন্য তুরস্কের প্রচেষ্টা এবং তুরস্কের সাথে পাকিস্তানের সমর্থন ও সংহতি পুনরায় নিশ্চিত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

বিবৃতিতে আরো বলা হয়, কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে একে অপরের প্রচেষ্টা শক্তিশালী করতে পাকিস্তান ও তুরস্ককে একসাথে কাজ করতে হবে মর্মে একমত হয়েছেন এই দুই মুসলিম নেতা।

উল্লেখ্য, এরদোগানের সাথে ফোনালাপের সময় তুরস্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় সমবেদনা প্রকাশ করেন ইমরান খান। সাথে সাথে ফ্লাইট ক্যানসেলের কারণে তুরস্কে আটকা পড়া পাকিস্তানিদের সাথে সদ্ব্যবহার করার জন্য এরদোগানকে ধন্যবাদ জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com