বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এখনও আসেনি: ডব্লিউএইচও

0

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ। মারা গেছে প্রায় ৮৩ হাজার। ইউরোপের কয়েকটি দেশে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করায় তারা আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে। এমন প্রেক্ষাপটে সতর্কতা উচ্চারণ করলেন ডব্লিউএইচও’র ইউরোপীয়ান পরিচালক।

ডব্লিউএইচও’র ইউরোপীয়ান পরিচালক হ্যানস ক্লাজ বলেন, ‘এখন পদক্ষেপ শিথিলের সময় নয়। এখন পুরো সমাজের সমর্থনে আমাদের সামগ্রিক প্রচেষ্টাগুলো দ্বিগুণ বা তিনগুণ বাড়ানোর সময়’।

সব দেশেরই তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া উচিত জানিয়ে হ্যানস ক্লাজ বলেন, প্রথমটি হলো স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহের মাধ্যমে তা নিশ্চিত করা। দ্বিতীয়টি হলো সন্দেহভাজন ও সম্ভাব্য আক্রান্তদের থেকে সুস্থ মানুষদের রক্ষা করা। তাতে করে করোনাভাইরাসের সংক্রমণের গতি ধীর হয়ে যাবে আর এক সময় থেকে যাবে। এই লক্ষ্য অর্জনে জনস্বাস্থ্য সম্পর্কিত পদক্ষেপ নেওয়া যেতে পারে। আর তৃতীয়ত সরকার ও কর্তৃপক্ষগুলোকে অবশ্যই যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা করতে হবে যাতে করে মানুষ বর্তমান ও ভবিষ্যতে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে সরাসরি জানতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com