চীনে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের বিষয়ে সতর্ক করলেন শি জিনপিং!
চীন প্রথম ধকল সামলে উঠলেও বিশ্বের বাকি দেশগুলোতে আগ্রাসী আকারে ছড়াচ্ছে কভিড-১৯ করোনাভাইরাস। এতে শঙ্কায় পড়ে গেছে চীন সরকারও। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করেছেন, দেশটিতে দ্বিতীয় দফায় ছড়াতে পারে করোনাভাইরাস।
বুধবার কমিউনিস্ট পার্টির শীর্ষ নীতি নির্ধারক পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।এতে শি জিনপিং আরও বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি সূচক নিম্নগামী হচ্ছে এতে নানা খাতে অস্থিরতা ও অনশ্চিয়তার ঝুঁকিও বাড়ছে।
গত কয়েক সপ্তাহ ধরে চীনে করোনা সংক্রমণের হার খুবই কম। এ কারণে চীনে করোনার কেন্দ্রস্থল উহান থেকেও লকডাউন তুলে নেওয়া হয়েছে ৮ এপ্রিল।