ইনটেনসিভ কেয়ারে তৃতীয় দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী
করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার তৃতীয় দিনের মতো ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।
জুনিয়র স্বাস্থ্য মন্ত্রী এডওয়ার্ড আরগার স্কাই নিউজকে বলেছেন, প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।
এর আগে সরকারের দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ডোমেনিক রাব বলেছেন, ‘তিনি একজন যোদ্ধা। তিনি ফিরে আসবেন।’
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, তার অবস্থা স্থিতিশীল। তিনি ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ৫৫ বছর বয়সী জনসন স্বল্পমাত্রার অক্সিজেন চিকিৎসা নিচ্ছেন। তিনি অন্য কোন সহায়তা ছাড়াই নিঃশ্বাস নিতে পারছেন। তার ভেন্টিলেটরের কোন প্রয়োজন নেই।
করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পরও জনসনের শরীরে ভাইরাসের উপসর্গ থেকে যাওয়ায় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে ইনটেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়। জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ারে স্থানান্তর একটি নজিরবিহীন ঘটনা। গত জুলাইয়ে দায়িত্ব নেয়া জনসনের অন্য কোন শারিরীক সমস্যা নেই।
এদিকে তার অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সিমন্ডসকে ডাউনিং স্ট্রিট থেকে সরিয়ে নেয়া হয়েছে। ক্যারির করোনার উপসর্গ থাকার কারণে অন্যান্য স্টাফ অসুস্থ হয়ে পড়ছিল।
উল্লেখ্য, ব্রিটেনে ৫৫ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬,২০০ জন। মঙ্গলবার দেশটিতে মারা গেছে ৭৮৬ জন।