২০২০ সালে বিদেশের সঙ্গে ভারতের সব সামরিক মহড়া স্থাগিত

0

কোভিড-১৯ মহামারীর কারণে চলতি বছর বিদেশী সামরিক বাহিনীর সঙ্গে নির্ধারিত সব ধরনের যৌথ মহড়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সরকারি সূত্রগুলো জেনিসকে ৬ এপ্রিল জানায় যে, পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নয়া দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ৫০টি দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় মহড়া পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেসব দেশের সঙ্গে মহড়াগুলো হওয়ার কথা ছিলো তার মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, ফ্রান্স, ইসরাইল, মালয়েশিয়া, নেপাল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

এক সিনিয়র সেনা কর্মকর্তা জেনিসকে বলেন, ভাইরাসের আক্রমণের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের মহড়া স্থগিত করা হয়েছে। তিনি বলেন, প্রাদুর্ভাব কিছুটা কমে আসালেও সামরিক বাহিনীগুলোর পক্ষে মহড়ার মাধ্যমে পুনরায় জড়িত হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com