সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাবে, আশঙ্কা দেশটির স্বাস্থ্যমন্ত্রীর
আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়া।
মঙ্গলবার ড. তৌফিক বলেন, বৈশ্বিক মহামারী করোনার ইতিমধ্যে ২ হাজার ৭০ ছাড়িয়েছে। আগামী কয়েক সপ্তাহে এ সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ ছাড়াতে পারে।এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, করোনার বিস্তার ঠেকাতে সরকারি ৫০ শতাংশ লোক সরকারি নির্দেশনা মেনে চলছেন । তবে এ হার যত দ্রুত সম্ভব ১০০ শতাংশে নিয়ে যেতে হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় সৌদি আরবে নতুন করে আরও ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭ শত ৯৫ জন। মারা গেছেন ৪১ জন। সুস্থ হয়েছেন ৬ শত ১৫ জন।