বিশ্বজুড়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে করোনা ছড়িয়েছে চীন: ব্রাজিলের মন্ত্রী

0

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আবারও চীনকে দায়ী করা হলো। এবার ব্রাজিলের এক মন্ত্রীর দাবি, করোনাভাইরাস হচ্ছে পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চীনের পরিকল্পনা। খবর দ্য গার্ডিয়ান।

এক টুইটার বার্তায় ব্রাজিলের শিক্ষা মন্ত্রী আব্রাহাম ওয়েইন্টরব বলেন, ‘বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার এমন বিপর্যয়ের পেছনে আছে চীন।’

তিনি বলেন, ‘ভূরাজনৈতিকভাবে এই বৈশ্বিক বিপর্যয় থেকে কে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে?’

এমন প্রশ্নে চীনের প্রতি ইঙ্গিত করেন ব্রাজিলের মন্ত্রী।

তবে দেশটিতে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ওয়েইন্টরবের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ব্রাজিলের শিক্ষামন্ত্রীর এই দাবিকে অবাস্তব, নিন্দনীয় সেই সঙ্গে অত্যন্ত বর্ণবাদী বলে মন্তব্য করেন।

এদিকে অন্যান্য দেশের মতো ব্রাজিলও করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে স্বাস্থ্য সামগ্রী সহায়তা চায়।

এক সাক্ষাৎকারে ওয়েইন্টরবও বলেন, তারা যদি আমাদের কাছে এক হাজার ভেন্টিলেটর বিক্রি করে তাহলে তাদের দূতাবাসের সামনে আমি হাঁটু গেড়ে দাঁড়াব এবং আমার মন্তব্যের জন্য ক্ষমা চাইব এবং নিজেকে নির্বোধ বলব।

এদিকে ব্রাজিলের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪০ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ৫৬৬ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com