বিশ্ব জুড়ে করোনায় মৃত ৭৪ হাজার ৬৭৯
বিশ্ব জুড়ে করোনাভাইরাস সংক্রমণে মারা গেছে ৭৪ হাজার ৬৭৯ জন। সর্বশেষ এই তথ্য দিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। আরও জানানো হয়, আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে।
বর্তমানে অন্য যে কোনো দেশের চেয়ে কভিড-১৯ রোগে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ১৫০ জনসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন করে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আরও ৩০ হাজার। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ১০ হাজার নয়শ’ ছাড়িয়ে।
এ দিকে প্রতিবেশী ইতালি ও স্পেনের মতো ফ্রান্সেও আশঙ্কাজনক হারে বাড়ছে নভেল করোনাভাইরাসজনিত মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা রেকর্ড ৮৩৩ জন বলে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।
তাতে ফ্রান্সে কভিড-১৯ রোগে মোট মৃতের সংখ্যা ৮ হাজার নয়শ’ ছাড়িয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই।
এ ছাড়া গত কয়েক দিন মৃতের সংখ্যা নিম্নমুখী দেখা গেলেও সোমবার ইতালিতে ফের মৃতের সংখ্যা বেড়েছে। তবে টানা চতুর্থদিনের মতো মৃতের সংখ্যা কমেছে স্পেনে।
বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। দেশে মোট ১২৩ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে সরকার।