নিউজিল্যান্ডের বিপক্ষে হেসেখেলে সিরিজ জয় করল বাংলাদেশ

0

তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এ জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল টাইগার যুবারা।

রোববার সকালে অনুষ্ঠিত নিউজিল্যান্ড যুবাদের বিপক্ষে এ জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে নার্ভাস ৯৯ এ আউট হয়ে সাজঘরে ফেরা আক্ষেপটা আজ হাওয়ায় উড়িয়ে দিলেন তিনি।

আজ তৃতীয় ওয়ানডেতে তার ৯৫ বলে ১০৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংস দলকে জয় এনে দেয়।১৬টি চার ও ১ ছয়ের মারে সেঞ্চুরিটি সাজিয়েছেন মাহমুদুল।

আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বল হাতে মাঠে নেমে কিউইদের ওপর চাপ সৃষ্টি করে করে টাইগার বোলাররা।

তাদের নিয়ন্ত্রিত লেলম্যানের সেঞ্চুরি ছাড়া আর কোনো কিইউ ব্যাটসম্যান সফরকারী বোলারদের তোপে টিকে থাকতে পারেনি।

৮ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে নিউজিল্যান্ড। এর মধ্যে লেলম্যানেরই রয়েছে অপরাজিত ১১৬ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ। একটি নিয়েছেন শরিফুল ইসলাম।

২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারে ওপেনার অনিক সরকারের উইকেটটি হারায় বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয়। একপাশে ওপেনার তানজিদ হাসানকে নিয়ে এ জুটি শক্ত অবস্থানে নিয়ে যায় দলকে। তানজিদ হাসান ৬৫ রানে আউট হয়ে ফিরলে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ফের যুদ্ধ শুরু করেন মাহমুদুল জয়।

শেষ অবধি জয় নিশ্চিত করেই খেলা শেষ করেন এ জুটি। ৩৬.৫ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

তৌহিদ হৃদয় যোগ করেছেন ৫১ রান। জয় ৯৫ বলে ১৬টি চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ১০৩ রানে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com