আগামী সপ্তাহ হবে মার্কিনিদের জন্য সবচেয়ে কঠিন
যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস সতর্ক করে বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে আমেরিকার জনগণের জন্য আগামী সপ্তাহ হবে সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সময়।
গতকাল রোববার মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে অ্যাডামস একথা বলেছেন। তিনি বলেন, ‘‘আমেরিকার জনগণের জন্য হবে এই সপ্তাহটা সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সময়। এ সপ্তাহ হবে মার্কিন জনগণের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
তিনি আবারো মার্কিন জনগণকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এরইমধ্যে আমেরিকায় প্রায় ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
জেরোমি অ্যাডামস বলেন, “আগামী একমাস যদি আমেরিকার জনগণ তাদের অংশের দায়িত্ব পালন করে তাহলে আমাদের সামনে আশা আছে এবং আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে আশার আলো দেখতে পাবো।”
আমেরিকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে নেয়া দুর্বল ব্যবস্থার কারণে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে সরকার। পার্সটুডে।