শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

0

জেটিভি ডেস্ক: টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। ২০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাসিম আমলা ৮০ আর অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক দিমুথ করুণারত্নেকে হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে কুশল পেরেরা ও অভিষ্কা ফার্নান্দোর ৬৭ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। ডুয়াইন প্রিটোরিয়াসের শিকার হয়ে ফেরার আগে তারা দুজনেই ৩০ করে রান করেন।

লঙ্কানদের হয়ে আর কেউ ৩০ এর কোটা পেরোতে পারেননি। কুশল মেন্ডিসে ব্যাট থেকে আসে ৫১ বলে ২৩ রান। ক্রিস মরিসের বলে বোল্ড হওয়ার অ্যাঞ্জেলো ম্যাথিউস করেন ১১ রান। ১১১ রানেই ৫ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেন প্রিটোরিয়াস-মরিসরা।

লঙ্কানদের ব্যাটিং বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করা ধনঞ্জয় ডি সিলভা ও জীবন মেন্ডিস যথাক্রমে ৪১ বলে ২৪ ও ৪৬ বলে ১৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হন। এরপর থিসারা পেরেরা ফেরেন ২৫ বলে ২১ রান। ইসুরু উদানার ব্যাট থেকে আসে ৩২ বলে ১৭ রান।

শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে প্রথম বলে ৪ হাঁকালেও পরের বলে আউট হয়ে যান লাসিথ মালিঙ্গা। যার সাথেসাথে শেষ হয়ে যায় লঙ্কানদের ইনিংসও। ইনিংসের ৩ বল বাকি থাকতেই ২০৩ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

পেসার প্রিটোরিয়াস ১০ ওভারে মাত্র ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মরিসও শিকার করেন ৩ উইকেট। রাবাদা পেয়েছেন ২টি।

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ৩১ রানে কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ১৬ বলে ১৫ রান করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে আবারো স্বপ্ন দেখাচ্ছিলেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। তবে তার পরের গল্পটা শুধুই হাশিম আমলা ও ফাফ ডু প্লেসির।

দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে শান্তনার জয়ে এনে দেন ডু প্লেসি ও আমলা। এই জুটি থেকে আসে ১৭৩ রান। অধিনায়ক ডু প্লেসি করেন অপরাজিত ১০৩ বলে ৯৬ রান। তার ইনিংসটি সাজান ছিল ১০টি চার ও ১টি ছয়।

আমলার ব্যাট থেকে আসে ১০৪ বলে অপরাজিত ৭৯ রান। ফলে ৩৭.২ ওভারেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৪ মেরে দলের জয় নিশ্চিত করেন ডু প্লেসি।

৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। সমান সংখ্যক পয়েন্টে পাকিস্তান ষষ্ঠ স্থানে। আজ শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ-পাকিস্তানকে টপকে পঞ্চম স্থানে উঠে আসতো হাতুরুর শিষ্যরা। কিন্তু মরা দক্ষিণ আফ্রিকা মেরেই ছাড়লো শ্রীলঙ্কাকে আর বাঁচিয়ে দিল বাংলাদেশকে। এতে পয়েন্ট টেবিলে কোনো রদবদল আসেনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com