ব্রিটেনের নতুন প্রধান বিরোধীদলীয় নেতা স্টারমার
যুক্তরাজ্যের প্রধান বিরোধীদলীয় (লেবার পার্টি) নেতা নির্বাচিত হয়েছেন স্যার কেয়ার স্টারমার। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রেবেকা লং-বেইলি এবং লিসা ন্যান্ডিকে হারিয়ে লেবার প্রধান নির্বাচিত হলেন স্টারমার। এই তিনজন ইউনিয়ন এবং অনুমোদিত গ্রুপগুলোর সমর্থন নিয়ে শেষ ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেন।
বিবিসি জানিয়েছে, ২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়া স্টারমার প্রথম রাউন্ডে ৫০ শতাংশের বেশি ব্যবধানে জয়লাভ করেন।
জয়ের পর জানিয়েছেন, সামনের সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে এক হয়ে করোনা মোকাবিলা করার কথা জানিয়েছেন।
গত বছরের সাধারণ নির্বাচনে বড় পরাজয়ের পর করবিন পদত্যাগের সিদ্ধান্ত নিলে নতুন নেতার খোঁজে নামে লেবার। তিন মাসব্যাপী এই নির্বাচনে পাঁচ হাজারের মতো নিবন্ধিত নেতাকর্মী ভোট দিয়েছেন।
করবিনের নেতৃত্বে লেবার পার্টির মধ্যে বেশ বামধারার ঝোঁক সৃষ্টি হয়েছিল। তার সঙ্গে ব্রিটেনবাসী তাল মেলাতে পারেনি। দলেও ঐকমত্যের অভাব ছিল।
কেয়ার স্টারমার ভিডিও বার্তায় কথা দিয়েছেন, দলকে ‘ভালো অবস্থানে’ নিয়ে আসবেন।