ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষা সফল

0

গোটা বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে আশার কথা শোনালেন আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, মারণ ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন তারা তৈরি করেছেন। এর নাম পিটসবার্গ করোনাভাইরাস ভ্যাকসিন (সংক্ষেপে পিটকোভ্যাক)।

ইঁদুরের উপর পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তাতে ইতিবাচক ফল মিলেছে। এক আন্তর্জাতিক জার্নালে এই সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে।

এপ্রসঙ্গে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের আন্দ্রে গামবট্টো বলেন, আমরা ২০০৩ সালে সার্স ও ২০১৪-র মার্স ভাইরাস নিয়ে কাজ করেছি। এই দুই ভাইরাসের সঙ্গে সার্স কোভ-২ এর মিল রয়েছে। দুটি ক্ষেত্রেই আমরা দেখেছি, স্পাইক নামে নির্দিষ্ট একটি প্রোটিন সংশ্লিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে সক্ষম। এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একেবারে প্রাথমিক স্তরে রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com