আগ্রগতি দেখতে রাতে রাজপথ ঘুরলেন দুবাইয়ের যুবরাজ

0

করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জীবাণুমুক্তকরণ কাজের আগ্রগতি দেখতে রাতে দুবাইয়ের রাজপথে পথে ঘুরে বেড়ান দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ।

গত বুধবার দিবাগত রাত লকডাউন সময়ে দুবাইয়ের বিখ্যাত শেখ জায়েদ বিন সুলতান রোড়ে জীবাণুমুক্তকরণ কাজের অগ্রগতি দেখেন তিনি। ওই সময়ে তিনি পুলিশের এক কর্মকর্তার সঙ্গে কুশলাদি বিনিময় করে কাজের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞাসা করেন।দুবাইয়ের আগামী দিনের শাসকের জাতীয় দুর্যোগে রাতে ঘুরে ঘুরে কাজকর্ম দেখা আর জনসাধারণের সার্বিক অবস্থা দেখার এ ছবি আর ভিডিও দেখে আমিরাতের নাগরিকসহ প্রবাসীরাও বেশ সন্তুষ্ট।  

উল্লেখ্য, আমিরাতে বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০২৪ জন, সুস্থ হয়েছেন ৯৪ জন, মারা গিয়েছেন ৮ জন। শুধু বৃহস্পতিবার একদিনেই ২১০ জন আক্রান্ত হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com